International Business_Subject Review | BBA Admission Test | Who Should Study IB?
#International_Business_Subject_Review #Admission_Test #BBA #Roaring_Bangladesh শুরু হয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মৌসুম। ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষাগুলোও ক্রমেই অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এই ক্ষেত্রে, মেধা তালিকায় স্থান অনুযায়ী বিষয় নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় সঠিক পথ নির্দেশনা পাওয়ায় নানাভাবেই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বেগ পেতে হয় ! তাদের এই যাত্রা সহজ ও জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় পাশে থাকার লক্ষে, Roaring Bangladesh এর বিষয়ভিত্তিক নির্দেশনামূলক প্রজেক্ট “#Subject_Review” এর আজকের সপ্তম পর্বে থাকছে “#Who_should_study_International_Business ?” শিরোনামে বিস্তারিত আলোচনামূলক ভিডিও, যেখানে কোন কোন Aptitudes or Characteristics (আগ্রহ, দক্ষতা) থাকলে একজন শিক্ষার্থী উক্ত বিষয়ে ভালো ফলাফল করতে সক্ষম হবে এবং পাশাপাশি ক্যারিয়ারে ভালো করবে, সে ব্যাপারে বলা হয়েছে। দেশব্যাপী #পাবলিক_বিশ্ববিদ্যালয়, #জাতীয়_বিশ্ববিদ্যালয় অথবা #প্রাইভেট_বিশ্ববিদ্যালয়ে BBA পরতে ইচ্ছুক সকল শিক্ষার্থীদের জন্যই আমাদের এই আয়োজন। আশা করছি সকলেই উপকৃত হবে ভিডিওগুলো থেকে। আজকের “Who should study International Business ?” ভিডিওতে দিকনির্দেশনা দিয়েছেনঃ Dr. Chowdhury Saima Ferdous Professor, Dept. of International Business, Faculty of Business Studies, University of Dhaka. ম্যামকে আন্তরিক ধন্যবাদ জানাই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার প্রয়াসের এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করার জন্য। আপনাদের যেকোন প্রশ্ন বা মতামতের আমন্ত্রণ থাকছে। এবং ভিডিওটি #BBA পড়তে ইচ্ছুক শিক্ষার্থী যারা #ভর্তি_পরীক্ষায় অংশগ্রহণ করছে, তাদের সাথে শেয়ার করে তাদেরকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবেন বলেই প্রত্যাশা রাখছি। ইউটিউব লিংকঃ
#International Business_Subject Review #BBA Admission Test #Who Should Study Internationa Business ?
Comments Zone